শিলিগুড়িতে নারী পাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চলছে আমোস শেরিংয়ের

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে মেয়ে পাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ি চম্পাসারির বাসিন্দা আমোস শেরিং। ওয়ার্ল্ড ভিশন নামে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে চলছে তাঁর নারী পাচার বিরোধী কাজ। শিলিগুড়ি মহকুমার নেপাল সীমান্তবর্তী খড়িবাড়ির গ্রাম এলাকায় নারী পাচার ঠেকাতে মেয়েদের নিয়ে ক্রীড়া বাহিনীও তিনি তৈরি করেছেন। আমোস বলছেন, চাকরি দেওয়ার নাম করে কিংবা বিয়ের টোপ দিয়ে মেয়েদের ফাঁদে ফেলে পাচার করা হচ্ছে। এখন থেকে বেশিরভাগ মেয়েকে দিল্লি কিংবা বেঙ্গালুর পাচার করা হচ্ছে। এখন আবার অনলাইনে পাচারকারীরা তাদের থাবা বসিয়েছে। তাই মেয়ে এবং তাদের অভিভাবককে সচেতন হতে হবে। আবার ইদানীং শিলিগুড়ি নিষিদ্ধ পল্লীতে যৌন কর্মীর ছেলেমেয়েরা আবার যাতে নতুন করে যৌন ব্যবসায় নেমে না যায় তারজন্য আমোসবাবুরা কর্মসূচি শুরু করেছেন। যৌন কর্মীদের ছেলেমেয়েরা এখন কেও বিউটিসিয়ান কোর্স করেছেন কেও মডেলিং কোর্স শেষ করে চারদিকে পুরস্কৃতও হচ্ছেন। দিনরাত সমাজের জন ব্যতিক্রমী অন্যরকম কাজ করে যাওয়া আমোস শেরিং প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে।