নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃ এক হাজার একটি মাটির প্রদীপের আলোয় উদ্ভাসিত হল শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১৩ নম্বর গেট। মঙ্গলবার শ্যামাপুজোর রাতে এই মাটির প্রদীপের আলোয় শ্যামা পুজোর আয়োজনে মেতে এক অন্যরকম পরিবেশ তৈরি করলেন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের সদস্য সাংবাদিকরা। সেখানে মায়ের সন্তান পুজো কমিটি শ্যামা পুজোর আয়োজন করে। মূলত এটি সাংবাদিকদেরই উদ্যোগ। সাংবাদিকরা জানান,টুনি বাল্বের দাপটে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যের মাটির প্রদীপ। ফলে সঙ্কটে প্রদীপ শিল্পীরা। তাদের কথা চিন্তা করেই মায়ের সন্তান পুজো কমিটির এ এক অন্যরকম উদ্যোগ। তাদের এই উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় অনেকেই। এদিন সন্ধ্যে থেকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত আলোর মালায় ভাসতে শুরু করে। তবে টুনি বাল্ব বা এল ই ডির দাপটে হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপ। অন্যদিকে শব্দ বাজির দাপট চারদিকে শুরু হয় সন্ধ্যে থেকে।