নিজস্ব প্রতিবেদন ঃ বৃষ্টির আবহাওয়া যতই থাকুক,পুজোর সময় বাঙালি কেনাকাটা করবে না তা হয় নাকি? আর পুজোটা বেশি আনন্দ যেন শিশুদের। রং বেরঙের নতুন জামাপ্যান্ট পড়ে পুজো দেখতে বের হওয়ার মজাই আলাদা শিশু কিশোরদের কাছে। কিন্তু যদি বাজারের বস্ত্র প্রতিষ্ঠানগুলোতে ঝুলতে থাকা নানা ডিজাইনের ফ্রক যদি নিজের প্রিয়জনের জন্য বাড়িতেই তৈরি করে নিতে পারেন তবে তার মজাতো আরও আলাদা। শিলিগুড়ি হায়দরপাড়া শরৎ পল্লী নিবাসী সঙ্গীত শিল্পী গোপা দাস কিন্তু এমনই কিছু অসাধারণ কাজে নেমেছেন। নিজের নাতনির জন্য তিনি সুন্দর সুন্দর সব ফ্রক তৈরি করছেন।এই হাতের কাজ শিখে কেও যদি স্বনির্ভর হতে চান তবে তা শেখাতে প্রস্তুত গোপাদেবী।একদিকে ফ্রক সেলাই, তার সঙ্গে নিজে কবিতা লেখা, সঙ্গীত চর্চা সবমিলিয়ে কখন যে সময় পার হয়ে যাচ্ছে তা টেরই পাচ্ছেন না গোপাদেবী। এই ভিডিওতে দেখতে থাকুন সেই সব সৃজনমূলক কাজ
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-