শিলিগুড়িতে মহালয়ার তর্পণের জন্য উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির মহানন্দা নদীর লাল মোহন মৌলিক ঘাটে মহালয়ার দিনে তর্পণ করতে মানুষের ঢল নামে বুধবার । এদিন থেকে পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা। গতবারের চেয়ে এ বছর লোকসমাগম অনেকটাই বেশি হয়েছে বলে জানালেন মহানন্দায় তর্পণ করতে আসা মানুষেরা। বুধবার মহালয়ার সকালে শিলিগুড়ির লাল মোহন মৌলিক ঘাট ছাড়াও বিভিন্ন ঘাটে লোকসমাগম লক্ষ্য করা যায়। মহালয়ার দিন থেকেই কার্যত পুজোর সূচনা। সংক্রমণ কাল খুব তাড়াতাড়ি বিদায় নিকএটাই এদিন ছিল প্রার্থনা সকলের। মা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসছেন এই কয়েকটি দিন যাতে খুব আনন্দে কাটে এটাই আশা সকলের । কার্যত মহালয়ার দিন থেকেই আপামর বাঙালির মনে একটা আনন্দ আমেজের ছোঁয়া লেগে যায়।