শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির টিকা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি ধারাবাহিকভাবে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। করোনা পর্বে তাদের সামাজিক ও মানবিক ভাবনা উল্লেখ করার মতো। গত ১৭ আগস্ট থেকে তাদের উদ্যোগে দফায় দফায় করোনার প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচি নেওয়া হয়।আর তিনটি পর্যায়ে প্রান্তিক বা গরিবদের মধ্যে মোট ৪৫১ জনকে তাঁরা টিকাকরনের ব্যবস্থা করে বলে বিশিষ্ট সমাজসেবী কৌস্তুভ দত্ত জানিয়েছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি নিমতলায় ওই টিকাকরন শিবিরগুলো অনুষ্ঠিত হয়।