করোনা যোদ্ধাদের সংবর্ধনা শিলিগুড়ি মহকুমার বাগডোগরায়

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা পর্বে বিভিন্ন চিকিৎসক ও সাংবাদিক প্রথম সারিতে থেকে লড়াই চালিয়েছেন বা মানুষের সেবা করেছেন। সেই সব করোনা যোদ্ধাদের সোমবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরার সেবায়ন কেন্দ্রে সংবর্ধনা জানালো স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন। এরমধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সন্দীপ সেনগুপ্ত, ডাঃ কল্যান খান যেমন রয়েছেন তেমনই মাটিগাড়ার বি এম ও এইচ ডাঃ সোহম সেন, ফাসিদেওয়ার বি এম ও এইচ ডাঃ অরুনাভ দাসও রয়েছেন। এর বাইরে করোনা পর্বে প্রান্তিক শিশুদের জন্য বেবি ফুড তুলে দেওয়ায় খবরের ঘন্টার সহসম্পাদিকা শিল্পী পালিতকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। শিল্পীদেবীর আবেদনে সাড়া দিয়ে যাঁরা প্রান্তিক শিশুদের জন্য বেবি ফুড তুলে দিয়েছেন সেই সব মানুষদের মধ্যে মৃন্ময়ীর চৈতালি দত্ত, গোপা সেন, সোমা ভট্টাচার্য, নির্মালী ঘোষ,নিশীথ ঘোষ সহ মোট আটজনকে এদিন স্মারক তুলে দিয়ে তাঁরা সংবর্ধনা দিয়েছেন বলে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের সমাজসেবী তরুন মাইতি জানিয়েছেন। এদিন তরুনবাবুরা এইচ আই ভি আক্রান্ত প্রান্তিক ৭৫টি পরিবারের হাতে আগামী এক মাসের জন্য চাল, আটা, চিনি, ছোলা প্রভৃতি তুলে দিয়েছেন।