বাপি ঘোষ ঃবহু ইতিহাস উত্তরবঙ্গ থেকে হারিয়ে যাচ্ছে। তাই উত্তরবঙ্গের জেলায় জেলায় ইতিহাস সংরক্ষণের দাবি উঠলো। জেলায় জেলায় একটি করে মিউজিয়াম তৈরিরও দাবি উঠেছে।কোচবিহার হেরিটেজ সোসাইটির সম্পাদক অরুপজ্যোতি মজুমদার এই দাবি তুলেছেন। তিনি উদ্বেগের সঙ্গে বলেছেন, শিলিগুড়ি শহরে বহু পুরনো কাঠের বাড়ি ছিলো, সব হারিয়ে গিয়েছে। আরও বহু কিছু হারিয়ে যাচ্ছে শিলিগুড়ি শহর থেকে। অথচ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব সংরক্ষণ অত্যন্ত জরুরি ছিলো। জেলায় জেলায় পুরাতত্ত্বের সব নিদর্শন, দলিলদস্তাবেজ, মূল্যবান সামগ্রী নিয়ে মিউজিয়াম তৈরি হলে তা পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে। কোচবিহারের মহারাজারা নারায়নী মুদ্রা ব্যবহার করতেন।সেসব আজ বেহাত হয়ে যাচ্ছে। পুরনো এই সব নারায়নী মুদ্রা বা কয়েন নিয়ে কোচবিহার রাজবাড়ি চত্বরে অনায়াসে একটি গ্যালারি তৈরি হতে পারে। জলপাইগুড়ি শহরে অনেকের কাছে সুন্দর সুন্দর সব আর্ট রয়েছে যেগুলো সংরক্ষণ করা জরুরি। উত্তরবঙ্গের বহু জনজাতি রয়েছে। তাদের সংস্কৃতি, তাদের কাজকর্ম আজ ধরে রাখা প্রয়োজন মিউজিয়ামে। এসব নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন বলে অরুপজ্যোতিবাবু জানিয়েছেন। তিনি বলেছেন, কোচবিহার থেকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ, দিনাজপুর, দার্জিলিং সর্বত্র সংরক্ষন করার বহু সামগ্রী রয়েছে। সেসব আজই মিউজিয়াম তৈরি করে সংরক্ষণের উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।