শিল্পী পালিত ঃ স্বাধীনতা দিবস নিয়ে বিশাখাপত্তনম থেকে লিখেছেন শ্রীলেখা মুখার্জী–
লেত্তি
লেত্তি আজ খুব খুশি , কাকভোরে ঘুম থেকে উঠে, স্নান সেরেছে। আজ যে পনেরই আগস্ট… দেশের স্বাধীনতা দিবস !! আজকের দিনটাই কেমন আলাদা। মায়ের দেওয়া চিঁড়ে মুড়ি গুড় খেয়ে, লেত্তি তাড়াতাড়ি তৈরী হয়ে নিল। আজ ইস্কুলে প্যারেড করবে সে, হেডমাস্টার মশাই পতাকা তুলবেন , সবাই মিলে জনগণমন গাইবে… ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। বাবার কাছে স্বাধীনতা সংগ্রামের অনেক গল্প শুনেছে সে। ক্ষুদিরাম বসু, বিনয়, বাদল ,দিনেশ, মাতঙ্গিনী হাজরা… সবার গল্প জানে লেত্তি। ইংরেজদের তাড়াতে কত কষ্ট সহ্য করে ,কত মৃত্যুই না বরণ করেছিল ভারতবাসী !
এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে , সবুজ ধানখেতের আলপথ দিয়ে দৌড়তে থাকে লেত্তি। সাদা প্যান্ট, সাদা শার্ট, সাদা জুতো… সব মিলিয়ে লেত্তির নিজেকে উড়ন্ত রাজহাঁস মনে হয়। দুহাত দুদিকে ডানার মতো মেলে, লেত্তি ছুটতে থাকে ইস্কুলের দিকে ! তাদের আনন্দপুর গ্রামে আজ শুধুই আনন্দ… স্বাধীনতার আনন্দ !! ইস্কুলের অনুষ্ঠান শেষ হলে, আজ সব ছাত্রছাত্রী লজেন্স পাবে, কেক পাবে… আজ ভীষণ আনন্দের দিন! তাই তো সে বাড়ি থেকে বেরোনোর সময় খাঁচায় বন্দী মুনিয়া পাখিগুলো কে উড়িয়ে দিয়ে এসেছে !
আরে… বাবালা কাঁটার ঝোপে ওগুলো কী ! তাকে দেখে কিচিরমিচির করছে… লেত্তি এগিয়ে গিয়ে দেখে সেই খাঁচাবন্ধ মুনিয়াগুলো, আরও অনেক পাখির সংগে স্বাধীনতা দিবসের মজা নিচ্ছে। তাকে দেখে , উড়ে গেল না কিন্তু !! বরং আরও কিচিরমিচির করে বললো, ধন্যবাদ লেত্তি !! ক্লাস ফোরের ছাত্র প্রলয় মাঝি, ওরফে লেত্তি হাওয়ায় ভেসে আসা স্বাধীনতা দিবসের গন্ধ নিতে নিতে আবার ছুটতে শুরু করল…বন্দেমাতরম !!
📝শ্রীলেখা মুখার্জ্জী
শ্রীলেখা মুখার্জ্জী
ফ্ল্যাট নং- 503 /D
গ্রীনসিটি টাওয়ার
ভাডলাপুডি
বিশাখাপত্তনম
অন্ধ্রপ্রদেশ
পিন- 530046