নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃবরফ নিয়ে খেলায় ব্যস্ত আমেরিকান ব্ল্যাক বিয়ার।বেঙ্গল সাফারীর এই দৃশ্য মন্ত্রমুগ্ধ করেছে শিলিগুড়ি বেঙ্গল সাফারীতে কর্মরতদের।
গরমের জ্বালায় অস্থির মানুষের সাথে সাথে পশু পাখিও।সেই কারণেই বরফ এনে দেওয়া হলো ব্ল্যাক বিয়ারের সামনে।বরফ পেয়ে বেজায় খুশি বেঙ্গল সাফরির কালো ভাল্লুক।বরফ নিয়ে খেলার মাধ্যমে খুশির বহিঃ প্রকাশ করল সেই বিয়ার।এই করোনা আবহের মধ্যে পুরো ফাঁকা সাফারী পার্ক।সেখানকার পশু পাখিদের এই খেলা দেখেই দিন কাটছে সেখানকার কর্মীদের।