নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃকরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আড়াই মাস জারি ছিল লকডাউন।তারপরেও কোনো সুরাহা হয়নি।রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি শহরের পুরসভা এলাকায়ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।তবে করোনায় আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে সুস্থ হওয়ার সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ইতিমধ্যেই প্রচুর সংখ্যক করোনা যোদ্ধা করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।সম্প্রতি ২৯নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছিলেনন,কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।বৃহস্পতিবার তাকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে যান ওয়ার্ড কো-অডিনেটর জয় চক্রবর্তী।জয় চক্রবর্তী জানান,ওয়ার্ডের আক্রান্ত প্রত্যেককেই আমরা সংবর্ধনা জানিয়েছি।তিনি দ্রুত কোরনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরাতে আমরা প্রত্যেকেই খুশি।