ডাস্টবিনে আধার কার্ড, কার্তুজের খোল ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন ঃ ডাস্টবিনের মধ্যে ২৫টি আধার কার্ড।শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিদ্যাপীঠ রোডে পুরসভার সাফাই কর্মীরা
আবর্জনা পরিস্কার করতে গিয়ে আধার কার্ডগুলো খুঁজে পান।একটি ভ্যাট থেকে সেসব উদ্ধার হয়। তারপর পুরসভার ওয়ার্ড কার্যালয়ে জমা দেওয়া হয়। আর এনিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। ওয়ার্ডের বাসিন্দা টিংকু মহাজন জানান,উদ্ধার হওয়া আধার কার্ডগুলো সব আসামের।কিন্তু আসামের এত আধার কার্ড এখানে কেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এন জে পি থানায় সব তথ্য দেওয়া হয়েছে। পুলিশের হাতেও উদ্ধার হওয়া আধার কার্ড গুলি তুলে দেওয়া হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।অপরদিকে
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আবর্জনা তোলার ভ্যান থেকে উদ্ধার হলো বন্দুকের কার্তুজের খোল।যা *বুলেট হেড* নামে পরিচিত।মঙ্গলবার সকালে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মিরা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে কাজ করার সময় একজনের ভ্যানে একটি প্লাস্টিকের প্যাকেট নজরে আসে তাদের। প্যাকটটি খুলতেই নজরে আসে বন্দুকের গুলি।সঙ্গে সঙ্গে ওয়ার্ড অফিসে জমা করা হয় ।পরে ওয়ার্ড অফিসের কর্মিরা পুলিশকে জানিয়ে ডেকে তাদের হাতে তুলে দেয় সেই বন্দুকের কার্তুজের খোল গুলি।পুলিশ জানায়, কার্তুজের খোলগুলো কোথা থেকে এল তা জানতে তদন্তে নেমেছে এন জে পি থানার পুলিশ।ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিব দত্তের বক্তব্য ,প্রথমে তাজা কার্তুজ ভেবে ঘাবড়ে গিয়েছিলাম।পরে পুলিশ এসে জানায় এই গুলো কার্তুজের খোল।