নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৭ জুলাইঃ শিলিগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও এখনও হুশ ফেরেনি বহু মানুষের। করোনার স্বাস্থ্যবিধি না মেনে তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। এর ফলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এবার করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
ইতিমধ্যেই দার্জিলিং জেলায় করোনা আক্রন্তের সংখ্যা প্রায় ছয়শ’র কাছাকাছি। যার সিংহভাগই শিলিগুড়ির। এই পরিস্থিতিতেও এখনও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। সামাজিক দুরত্ব তো দুরস্থ, মাস্ক ছাড়াই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। স্বাস্থ্যবিধি ছাড়াই যাত্রী পরিবহন করছে বহু অটো টোটো। এর বিরুদ্ধে এবার পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় দেখা গেল পুলিশকে অভিযান চালাতে। শিলিগুড়ির হাসমিচক, সেবক মোড়, পানিট্যাংকি মোড়, এয়ারভিউ মোড়সহ বিভিন্ন এলাকায় চলে পুলিশি অভিযান। এদিন যারা মাস্ক ব্যবহার করেননি তাদের সচেতন করেই ছেড়ে দেওয়া হয় । স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনকারী টোটো চালকদেরও সাবধান করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পরবর্তীতে যদি কেও স্বাস্থ্যবিধি না মানেন অথবা মাস্ক ছাড়াই রাস্তায় বের হন তাদের গ্রেপ্তার করার পাশাপাশি আর্থিক জরিমানা করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক রাজেন ছেত্রী। এই অভিযান লাগাতার চলবে বলেও জানিয়েছেন এই পুলিশকর্তা।