বাপি ঘোষ,শিলিগুড়িঃ শিলিগুড়ি শহরে এবার মাত্র পাঁচ টাকায় পেট পুরে দুপুরের খাবার খান। আগামী ১২ জুলাই থেকে গ্রেটার লায়ন্স জন আহার নাম দিয়ে এই সেবা শুরু হতে চলেছে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটারের উদ্যোগে এই সেবায় প্রথম প্রথম ২০০ থেকে ২২৫ জনকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভাত,ডাল,সব্জি,আচার খাওয়ানো হবে।দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা তিনটা পর্যন্ত চলবে এই খাওয়ানো পর্ব।লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটারের এই প্রকল্পের নাম হাঙ্গার।এর চেয়ারম্যান লায়ন সুরেশ সিনহল।তিনি জানিয়েছেন,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এই প্রকল্প হাতে নিয়েছে।তারই অঙ্গ হিসাবে শিলিগুড়ি হিলকার্ট রোডে এই প্রকল্প শুরু হতে চলেছে। অন্ন দান বড় দান।মানুষের পেটে খিদে রেখে বিশ্ব এগোতে পারে না।তাই যারা এই সেবা নিতে চান ,৫ টাকা দিয়ে লাইনে দাড়িয়ে একটা কূপন কাটবেন। হিলকার্ট রোডের কাউন্টারে এই প্রকল্প সফল হলে কোর্ট মোড়,সেভক রোড এবং কোনও স্কুলের সামনে আরও কাউন্টার চালু হতে পারে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটারের কিছু সদস্য এই খাবারের খরচ বহন করবেন।লায়ন্স ক্লাবের ২৮ টি শাখা আছে শিলিগুড়িতে। সবকটি শাখা এনিয়ে আরও ভাবনাচিন্তা করে একসঙ্গে কাজ করলে খিদের জ্বালায় কাওকে মরতে হবে না বলেই মনে করেন প্রকল্প চেয়ারম্যান সুরেশ সিনহল। তার কথায়,কারও যাতে আত্মসম্মানে আঘাত না লাগে সেইজন্য একটা প্রতীকি হিসাবে পাঁচ টাকা নেবেন তারা। বহু ফুটপাথ শিশু, রাস্তার ধারে পড়ে থাকা বুভুক্ষু মানুষের এতে বিশেষ সুবিধা হবে। তবে যে কোনও লোক এই খাবার পাঁচ টাকার কূপন কেটে খেতে পারবেন। শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সনত ভৌমিক এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন।