নিজস্ব প্রতিবেদন ঃ ৮০ জন রক্ষকবাহিনীর হাতে ীথাকছে চল্লিশটি দুচাকার গাড়ি, কোথাও কোনো যানজট সমস্যা হলে সেই রক্ষকবাহিনী দ্রুত পৌঁছে যাবে,তারপর তারা সমস্যা সমাধানের কাজে নামবেন। রক্ষক নামে একটি কর্মসূচি গ্রহণ করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।পুলিশ কমিশনার গৌরব শর্মা শিলিগুড়ির যানজট সমস্যা সমাধানের জন্য এই প্রকল্প নিলেন।
যানজট শিলিগুড়ির প্রধান সমস্যা। প্রতিদিন যানজটে আটকে থাকতে থাকতে বহু মানুষ বিরক্ত। রোদের মধ্যে যানজটে অনেকটা সময় ট্রাফিক পয়েন্টে আটকে থেকে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।ট্রাফিক পুলিশের কর্মীদেরও ভয়ানক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হয়।এর বাইরে যানজট থেকে দূষণের মাত্রাও বাড়ছে শহরে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ওই অভিনব প্রয়াস।পুলিশ কমিশনার গৌরব শর্মা শহরবাসীর কথা চিন্তা করে রক্ষক বাহিনী শুরু করেছেন। কোথাও যানজট হলেই রক্ষক বাহিনী দ্রুত পৌঁছে যাবে সেখানে। মাল্লাগুড়িতে পুলিশ কমিশনারেটের মাঠে এই রক্ষক বাহিনীর উদ্বোধন হয়।