নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি থেকেই এবার মিলবে বাংলাদেশের ভিসা । বুধবার খুলে গেলো ভিসার জন্য
আবেদন কেন্দ্র। আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের দাবী এর মাধ্যমে মিটতে চলেছে। উত্তরবঙ্গের বহু মানুষ বাংলাদেশের ভিসার আবেদন কেন্দ্র শুরু হওয়াতে খুশি।বুধবার ৬ এপ্রিল থেকেই চালু হয়ে গেলো সেবক রোড এর ওপর তৈরি কেন্দ্রটি। এরপর আর কলকাতা গৌহাটি কিংবা ত্রিপুরা ছুটতে হবে না। শিলিগুড়ি থেকেই মিলে যাবে বাংলাদেশের ভিসা, এমন সিদ্ধান্তে খুশি দুই দেশের পর্যটন ব্যবসায়ীরাও।এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন স্থলবন্দরের পাশাপাশি আশার আলো দেখছে এনজিপি -ঢাকা রেল রুট ও । এই ভিসা কেন্দ্রের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে এবার সম্পর্ক আরও গভীর হবে বলেই মনে করা হচ্ছে ।