শেকল দিয়ে মানসিক ভারসাম্যহীন ছোট্ট ছেলেকে বেঁধে রাখছেন মা

নিজস্ব প্রতিবেদন ঃ কাজ তো তাঁকে করতেই হবে,কাজে না গেলে খাবেন কি।তাই নিজের একমাত্র ভারসাম্যহীন ছেলেকে নিষ্ঠুরের মতো শিকল দিয়ে বেঁধে রেখে কাজে যেতে হয় মাকে।।শিলিগুড়ি শহর সংলগ্ন এনজে পি থানার অন্তর্গত শান্তি পাড়ায় স্পর্শকাতর এই ঘটনা ঘটে চলেছে।
ওই মায়ের নাম পিঙ্কি রায়। লোকের বাড়িতে রান্নার কাজ করে তার সংসার চলে।১৩ বছর আগে শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা এলাকার বাসিন্দা লালু রায়ের সাথে বিয়ে হয়েছিল পিঙ্কি রায়ের ।।বিয়ের কিছুদিন পরেই এক পুত্র সন্তানের জন্ম হয় ।নাম রাখা হয় প্রলয় রায়।।জন্মের পর স্বাভাবিকই ছিল প্রলয় কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে।নিজের পরনের জামা কাপড় ছিড়ে ফেলে,নিজে নিজেই শরীরে কামড় দেয়,,,বাড়ির বাইরে গেলে অন্যান্য শিশুদের কামড় দেয়। এক সময় এই প্রলয় এর ভয়ে কেউ বাড়ির বাইরে বের হতেই ভয় পায়।।আর তখন পিঙ্কির শশুর বাড়িতে এ নিয়েই শুরু হয় অশান্তি।একসময় ভারসাম্যহীন ছেলে ও মাকে বাড়ি থেকে বের করে দেয় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন।তারপর থেকেই ছেলেকে নিয়ে বাপের বাড়িতে উঠেছেন পিঙ্কি।,,বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, লোকের বাড়িতে রান্নার কাজ করে কোনোরকমই সংসার চলে।অসহায় মা পিঙ্কি রায় জানায় অনেক জায়গায় চিকিৎসা করা হয়েছে কিন্তু কিছু লাভ হয়নি ডাক্তার বলেছে ভিনরাজ্যে চিকিৎসা করালে হয়তো সুস্থ হতে পারে।।তাই অসহায় মা সকল শহর বাসীর কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছে।।