নিজস্ব প্রতিবেদন ঃ ব্যবসাবানিজ্যের শহর শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে একটি হলো শিলিগুড়ি হায়দরপাড়া বাজার। সেই হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি হলেন দেবশঙ্কর সাহা। অতীতে শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য ছিলেন দেবশঙ্কর সাহা। হায়দারপাড়া এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত ব্যবসায়ী সুজিত ঘোষ ওরফে বাপি নতুন কমিটির সাধারণ সম্পাদক হলেন।এই কমিটিতে এবারে অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন চেয়ারম্যান ভজন পাল,ভাইস চেয়ারম্যান কানন সাহা,কার্যকরী সভাপতি অজয় বনিক,সহসভাপতি গৌতম পালচৌধুরী,যুগ্ম সম্পাদক জগদীশ সরকার ওরফে ক্যাবলা,সহ সম্পাদক সঞ্জয় সাহা ওরফে বুড়া, প্রতাপ কর্মকার,সঞ্জীব পাল,কোষাধ্যক্ষ সুরজিৎ সাহা।গত ২৬ ফেব্রুয়ারী সেখানে ভোট হয়।৪৪০ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ৪১৪ জন ভোট দান করেন।চারটে ভোট বাতিল হয়।সর্বোচ্চ ভোট পেয়েছেন দেবশঙ্কর সাহা, ২৬৪টি।২৫২টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জগদীশ সরকার এবং ২২৮টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন সুজিত ঘোষ ওরফে বাপি। মোট ৩৭ জন প্রার্থী ভোট প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। এই কমিটি তিন বছরের জন্য কার্যকরী হবে।নতুন সভাপতি এবং নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দেবশঙ্কর সাহা এবং সুজিত ঘোষ ওরফে বাপি বলেন,তাঁরা সমস্ত ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন।হায়দরপাড়া বাজারে যানজট একটি বড় সমস্যা। সেই সমস্যার কিভাবে সমাধান করা যায় সেদিকে তাঁরা নজর দেবেন।তাছাড়া সামাজিক কর্মসূচিও অব্যাহত থাকবে। স্থানীয় একটি ভবনে এদিন ওই অনুষ্ঠান হয়।