নিজস্ব প্রতিবেদন : দিল্লিতে অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় রুপার পদক জিতে শিলিগুড়ি মুখ উজ্জ্বল করলেন গৃহবধূ রুপা শীল।
১২ বছর পর খেলার জগতে আবার ফিরে আসেন শিলিগুড়ির ক্যারাটে শিক্ষিকা রুপা শীল। আর খেলার জগতে ফিরেই তিনি রুপোর পদক জিতলেন। অর্থের অভাবে ২০১২ সালে ২৪ বছর বয়সে খেলা থেকে অবসর নিতে হয়েছিল তাকে। তখন তিনি তার অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করতে ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। কিন্তু পুনরায় ১২ বছর পরে ২০২৪ সালে সেই অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ আসে এবং ৩৭ বছর বয়সে পুনরায় ফেরেন খেলার জগতে এবং ভারতের প্রধান ক্যারাটে গুরু ভারত শর্মার উদ্যোগে প্রথম বার দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে ঘটে যাওয়া সেইকো কাই ক্যারাটে ন্যাশনাল প্রতিযোগিতা ২০২৪ এ শিক্ষকদের জন্য অনুষ্ঠিত মাস্টার্স কাপে রুপোর পদক জিতে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলেন ক্যারাটের শিক্ষিকা রূপা শীল । এখন তিনি স্বপ্ন দেখেন দেশের হয়ে খেলে পদক জেতার
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :