
নিজস্ব প্রতিবেদন : রোগ নির্নয় করতে গিয়ে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছেন শিলিগুড়িতে,কিন্তু টাকা খরচের পরও দেখা যাচ্ছে, রোগটা সঠিক কি,জানা যাচ্ছে না। এরপর সর্বস্বান্ত হয়ে রোগীর পরিবার হাল ছেড়ে দেন।অনেকেই আবার কোনোমতে কষ্ট করে চেন্নাই বা বেঙ্গালুরু গিয়ে সঠিক রোগটি চিহ্নিত করতে পারছেন। তারপর রোগীর সঠিক চিকিৎসা শুরু হচ্ছে। কিন্তু শিলিগুড়িতে দিনের পর দিন চিকিৎসার পিছনে প্রচুর টাকা খরচ করেও সঠিক চিকিৎসা না মেলাতে অনেকের মধ্যে ক্ষোভ বা হতাশা তৈরি হচ্ছে স্থানীয় চিকিৎসা নিয়ে। ফলে সঠিক চিকিৎসার জন্য মানুষ দৌড়ে চলেছেন চেন্নাই, ভেলোর বা বেঙ্গালুরু।কিন্তু এবার আর চটপট দক্ষিন ভারতের আধুনিক চিকিৎসা সুবিধা নেওয়ার জন্য দক্ষিন ভারতে ছুটতে হবে না, শিলিগুড়ি শহরেই শুরু হয়ে গিয়েছে সেই অত্যাধুনিক চিকিৎসার সুবন্দোবস্ত। শিলিগুড়ি সেবক রোডে ভেগা মলের সামনেই খুলেছে কামতি হেল্থ কেয়ার এন্ড ডায়াগনস্টিকস। সেখানেই বসেছে আধুনিক সব যন্ত্রপাতি। অত্যাধুনিক সেই সব যন্ত্রপাতির সাহায্যে খুব সহজেই রোগ নির্নয় হয়ে যাচ্ছে। আর তার চিকিৎসা খরচও সাধারণ এবং গরিব মানুষের কথা চিন্তা করেই রাখা হয়েছে। শিলিগুড়ি তথা উত্তর পূর্ব ভারতে বলা চলে চিকিৎসা ক্ষেত্রে এ এক যুগান্তকারী পদক্ষেপ।এই চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি শিলিগুড়িতে চালু হয়ে গেলে শিলিগুড়ি হয়ে উঠতে পারে দক্ষিন ভারতের মতো নতুন এক হেল্থ সিটি।নেপাল, ভুটান,সিকিম,বিহার,অসম,বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের আর কষ্ট করে চিকিৎসার জন্য ঘন ঘন দক্ষিন ভারতে যেতে হবে না। কামতি হেল্থ কেয়ারের স্থানীয় জেনারেল ম্যানেজার শুভঙ্কর ধর জানালেন, শুধু অত্যাধুনিক যন্ত্রপাতিই নয়,দক্ষিন ভারতের চেন্নাই থেকে নামীদামী চিকিৎসকরা শিলিগুড়ি আসা শুরু করেছেন। আর নামমাত্র ভিজিটে তারা রোগী দেখবেন। সব ধরনের চিকিৎসা তাদের এখানে হবে। তবে জরুরি অপারেশন এর প্রয়োজন হলে রোগীকে চেন্নাই যেতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারী সেভক রোডের কামতি হেল্থ কেয়ারে চেন্নাই থেকে দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন। যাঁরা সেই সব চিকিৎসককে দেখাবেন এখন থেকেই নাম লেখানোর জন্য প্রক্রিয়া শুরু করবেন।শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার এই প্রয়াসের পাশে দাড়িয়েছেন।পূজাদেবী বলেন,দক্ষিন ভারত না গিয়ে নামমাত্র খরচে যদি গরিব সাধরন মানুষের চিকিৎসা করানো সম্ভব হয় শিলিগুড়িতে তবে এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না।
১২ ফেব্রুয়ারিতে সি এম সি ভেলোর থেকে শিলিগুড়ি আসছেন জেনারেল সার্জন ডাঃ এপেন কোশে,তিনি প্লাস্টিক সার্জনও বটে।
তিনি সি এম সি ভেলোর এর প্রফেসর এবং সেখানে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি শিলিগুড়ি এসে গলব্লাডার অপসারণ, হার্নিয়া এবং ব্যারিয়াট্রিক সার্জারি, কোলোনোস্কোপি, স্তন সার্জারি, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড সার্জারি ইত্যাদি সকল রোগীদের রোগ নির্ণয় করে সঠিক পরামর্শ দেবেন।
এর বাইরে ওই ১২ তারিখেই চেন্নাই থেকে আসছেন বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ডাঃ এম সথ্য সিলন। তিনি
প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালা-পোড়া, পিঠে অথবা তলপেটে ব্যথা, ক্যান্সার ব্লোডার, প্রস্রাবে কন্ট্রোল না থাকা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট, বাচ্চাদের রাতের বিছানায় প্রস্রাব করা, ব্লাডারে কন্ট্রোল না থাকা ইত্যাদি সকল রোগ নির্ণয় করে সঠিক পরামর্শ দেবেন।
এছাড়াও এই কামতি হেল্থ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অত্যাধুনিক আরও কি যন্ত্রপাতি বসেছে তা জানতে দেখতে থাকুন ধারাবাহিক এই প্রতিবেদন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
