প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষকের বাড়িতে হকি তারকা বীরবাহাদুর ছেত্রী

নিজস্ব প্রতিবেদন ঃ মস্কো অলিম্পিকে তিনি ভারতীয় হকি দলে প্রতিনিধিত্ব করেছিলেন। বহু বছর তিনি ভারতীয় হকি দলে তাঁর পারদর্শিতা দেখিয়েছেন। শিলিগুড়ি চম্পাসারির বাসিন্দা বাংলার গর্ব তথা বিখ্যাত হকি খেলোয়াড় বীরবাহাদুর ছেত্রী রবিবার শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় ক্রীড়া গুরু তথা বঙ্গরত্ন এবং প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন। ভারতীদেবীই তাঁকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। রবিবার ভারতীদেবীর সঙ্গে দেখা করার সময় খবরের ঘন্টার মুখোমুখি হয়ে অবসরপ্রাপ্ত এই হকি তারকা বলেন, দার্জিলিং পাহাড় থেকে সমতলে অনেক সম্ভাবনাময় হকি খেলোয়াড় রয়েছে। কিন্তু পরিকাঠামোর অভাব এবং উৎসাহ না থাকায় মুখ থুবড়ে পড়ছে সেই সব হকি খেলোয়াড়েরা। উপযুক্ত মাঠ, আর্থিক সহায়তা সর্বোপরি উৎসাহ পেলে বাংলা হকি দল গোটা দেশেই দাপিয়ে বেড়াতে পারে। বাংলা হকি দলের খেলোয়াড়দের বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকেন এই হকি তারকা। কালিম্পংয়ে তাঁর জন্ম। ছোট থেকেই তিনি খেলাধুলার নেশায় মেতে ওঠেন । বহু প্রতিবন্ধকতার মধ্যেই তিনি পাহাড়ে খেলাধুলার চর্চা চালিয়ে যান। একসময় ভালো ফুটবলও খেলতেন। তবে পচিশ বছর বয়সে তিনি হকি স্টিক হাতে তুলে নেন।আর হকি স্টিক হাতে তুলে নিতেই তাঁর সাফল্য আসতে থাকে। প্রথমে জাতীয় স্তরে পরে অলিম্পিকে আসে সাফল্য। এদিন টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষের প্রতি তিনি তাঁর অকৃত্রিম শ্রদ্ধা জানান। ভারতীদেবীও এই জাতীয় হকি তারকার প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন