করোনা লকডাউনের শিক্ষা নিয়ে শর্ট ফিল্ম, শিলিগুড়ির দিব্যেন্দুর বাড়িতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শংসাপত্র

নিজস্ব প্রতিবেদন ঃ গোয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে শিলিগুড়ি দক্ষিন দেশবন্ধু পাড়ার তরুন দিব্যেন্দু দাসের শর্ট ফিল্ম প্রদর্শিত হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে লকডাউন হয়। আর সেই লকডাউনের জেরে স্কুলের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়। শিশুদের অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। তাই নিয়েই দুমিনিট ৩১ সেকেন্ডের শর্ট ফিল্ম তৈরি করেন দিব্যেন্দু। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে এবার সেই ফিল্ম উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শর্ট ফিল্ম আহ্বান করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৫টি শর্ট ফিল্ম সেখানে প্রদর্শিত হয়।তারমধ্যে প্রশংসনীয় ভূমিকায় ঠাঁই পেয়েছে শিলিগুড়ির দিব্যেন্দু দাসের ফিল্মও।২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সেই ফিল্ম উৎসব অনুষ্ঠিত হয় । দিব্যেন্দু সেখানে উপস্থিত না হতে পারলেও তাঁর তৈরি সুন্দর শর্ট ফিল্মের জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর তাঁর বাড়িতে ডাকযোগে শংসাপত্র পাঠিয়ে দিয়েছেন। রবিবার খবরের ঘন্টাকে দিব্যেন্দু জানিয়েছেন, ছবি তোলা তাঁর নেশা। আর্থিক কারনে এই কাজ অনেক সময় তিনি সুষ্ঠুভাবে করতে পারছেন না। সবাই সহায়তা করলে তিনি আরও এগিয়ে যেতে পারবেন। দিব্যেন্দুর মা মঞ্জু দাসও ছেলের কৃতিত্বে বেশ খুশি। কিন্তু আর্থিক সমস্যার কারনে তাঁর ছেলে কতদিন আর সৃজনমূলক ফটোগ্রাফি চালিয়ে যেতে পারবেন, তা নিয়ে চিন্তার ভঁাজ রয়েছে মঞ্জুদেবীর কপালেও