![Screenshot_20221005-094553_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/10/Screenshot_20221005-094553_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার মহাষ্টমীর সন্ধ্যায় শিলিগুড়ি পঞ্জাবিপাড়া আশ্রমপাড়া এলাকায় অবস্থিত গোর্খা শিবমন্দির পরিসংঘ পরিচালিত দুর্গা পুজো মন্ডপ চত্বরে দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
গ্লোবাল হিউম্যান রাইটস পীস ফাউন্ডেশন এই মানবিক কর্মসূচি গ্রহণ করে। সংস্থার তরফে বিশিষ্ট সমাজসেবী বিন্দু শর্মা জানিয়েছেন, সোমবার বস্ত্র বিতরণের সেই অনুষ্ঠানে ইয়েস গুরুং, পদম ছেত্রী,উত্তম গুরুং, জ্ঞানেন্দ্র দাহাল সহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য মানিক দে-ও সেখানে উপস্থিত ছিলেন। বিগত কিছু দিন ধরে সমাজসেবী বিন্দু শর্মার নেতৃত্বে গ্লোবাল হিউম্যান রাইটস পীস ফাউন্ডেশন বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)