পূজার মধ্যেই বাংলার একমাত্র পূজার সাফল্য

নিজস্ব প্রতিবেদন ঃ পূজা,পূজা। শেষ হয়নি পূজা,শেষ হবে না পূজা।মহানবমীতে বিশেষ সাফল্য পূজার।
পূজা প্রামাণিকের প্রতিভাই এখন আলোচ্য বিষয় ক্রীড়াপ্রেমী মহলে।মঙ্গলবার গুজরাটের গান্ধী নগরে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে তৃতীয় স্থান অধিকার করেন পূজা। আর তার হাতে এসেছে ব্রোঞ্জ।বাংলা থেকে একমাত্র পূজাই পদক জিতেছেন।পূজার বাবা নেই, খুব অভাবি।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি এলাকায় ওর বাড়ি। মা ঢালাই শ্রমিক। ঘরে খাবার জোটে না নিয়মিত। তারমধ্যেই সাফল্য জাতীয় স্তরে। ওর কোচ মনোজ রায়,অমিতাভ রায়।দেবকুমার দে ওরফো কানু পূজার ফিজিক্যাল ট্রেনার।কাওয়াখালির বিশ্ব বাংলা এথলেটিক একাডেমির মাধ্যমে পূজার প্রশিক্ষণ হয়।শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি থেকে কৌস্তুভ দত্ত পূজাকে বহুদিন ধরে উৎসাহ দিয়ে আসছেন।