বৃদ্ধাশ্রমের বৃদ্ধবৃদ্ধাদের নিয়ে পুজো পরিক্রমা

নিজস্ব প্রতিবেদন ঃ মহানবমীর সকাল থেকে দুপুর পর্যন্ত শিলিগুড়ির ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার বৃদ্ধাশ্রমের বৃদ্ধবৃদ্ধাদের নিয়ে পুজো পরিক্রমায় বের হন।আটজন মহিলা টোটো চালক মুনমুনদেবীকে এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আপনাঘর বৃদ্ধাশ্রমের অনেক আবাসিকের মাঝেমধ্যে মাছ খাবার ইচ্ছে থাকলেও আশ্রমে তা খাবার অনুমতি নেই। মঙ্গলবার মুনমুন সরকার পুজো পরিক্রমায় বের হলে বৃদ্ধবৃদ্ধাদের মাছ খাবার ইচ্ছে পূরন হয় এক রেস্তরাঁতে। অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত টোটো চালিয়ে যে অর্থ রোজগার হয় সেই অর্থে মুনমুনদেবী বৃদ্ধবৃদ্ধাদের নিয়ে এই পুজো পরিক্রমায় বের হন।