এই ৩৩ জন শিক্ষকশিক্ষিকা ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছেন

নিজস্ব প্রতিবেদন ঃ ৩৩ জন শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছাশ্রমে এক নজির সৃষ্টি করেছেন জলপাইগুড়িতে। সাতশোরও বেশি ছাত্রছাত্রীকে বিনামূল্যে নাচ, গান,গিটার,তবলা,অভিনয়, আর্ট, ফুটবল, ভলিবল,সেলাই প্রশিক্ষণ, বিউটিশিয়ান কোর্স, নার্সিং ট্রেনিং শেখাচ্ছেন তাঁরা। এর মাধ্যমে একদিকে যেমন দুঃস্থ শিশুদের সম শিশুর সম অধিকার প্রতিষ্ঠা করার কাজ করছেন তারা তেমনই দুঃস্থ মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে তাদের পরিবারের অভাব দূরীকরনের কাজ করছেন। জলপাইগুড়ি শহর ও শহরতলীর এই ৩৩জন শিক্ষক শিক্ষিকা জলপাইগুড়ি সহ গোটা পশ্চিম বঙ্গের গর্ব। গ্রীন জলপাইগুড়ি-র পক্ষ থেকে এই সকল শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হলো।