খরস্রোতা জলঢাকায় ভেসে যাচ্ছিল গন্ডার-শাবকটি,বনকর্মীদের তৎপরতা

নিজস্ব প্রতিবেদন ঃ কোনো মানুষের শিশু সন্তান যদি হঠাৎ চোখের সামনে জলে ভেসে যায় তবে মানুষ ছটফট করে। সবার মধ্যে মনুষ্যত্ব ভাব দেখা যায়, জলে ভেসে যাওয়া সেই শিশুকে উদ্ধারের জন্য। কিন্তু যে প্রানীটি কথা বলতে পারে না? যেমন ধরুন মা গন্ডারটির কথা,চোখের সামনে জলের তোড়ে ভেসে যাচ্ছিল সেই মা গন্ডারের শাবকটি।অবস্থা দেখে ছটফটই করেছিল মা গন্ডার টি,কারন সন্তান বলে কথা। প্রকৃতির মধ্যে কোনো প্রানীর ছটফট করতে থাকা বোধহয় প্রকৃতি-মা শুনতে পায়।জলে ভেসে যাওয়া গন্ডার শাবক এবং মা গন্ডারটির কিছু বলতে না পারার ছটফটানি বোধহয় প্রকৃতিরই কোনো অদৃশ্য শক্তি বা অদৃশ্য চ্যানেলের মাধ্যমে পৌঁছে গিয়েছিল বন কর্মীদের কাছে।এই বর্ষায় খরস্রোতা জলঢাকা নদী।আর সেই জলঢাকাতেই ভেসে যাওয়া গন্ডার শাবককে উদ্ধার করলেন বনকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে গরুমারা সাউথ রেঞ্জের অন্তর্গত জঙ্গলের ভেতর ঘাস জমিতে মায়ের সঙ্গে ঘাস খাচ্ছিল শাবকটি। সে সময় কোনোভাবে নদীতে পড়ে যায় শাবকটি। গন্ডার শাবকটিকে ভেসে যেতে দেখে বেশ কিছুক্ষণ ধরেই উদ্ধারের চেষ্টা শুরু করেন বনকর্মীরা। শেষমেষ বনদপ্তরের খুনিয়া স্কোয়াডের কর্মীদের তৎপরতায় সেই গন্ডারের শাবকটিকে নথুয়ার চর এলাকা থেকে উদ্ধার করা হয়।উদ্ধার করা সেই শাবকটিকে তার মায়ের কাছে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। বনদপ্তরের কর্মীদের তৎপরতার জন্যই খরস্রোতা নদীতে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হলো গন্ডার শাবকটিকে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —