স্বাধীনতা দিবসের আগে শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসলো ৮৮টি সিসিটিভি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদন ঃ ৭৫তম স্বাধীনতা দিবসের আগে গুরুত্বপূর্ণ কাজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের।স্বাধীনতা দিবসে এমনিতেই প্রতিবছর নাশকতার আশঙ্কা থাকে। এবারেও সেই নাশকতার আশঙ্কায় পুলিশ যেমন সতর্ক দৃষ্টিতে কাজে নেমেছে তেমনই শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসলো সিসিটিভি ক্যামেরা। ঠিক স্বাধীনতার ৭৫ বছর পূর্তির আগে এই সময়কে স্মরনীয় করে রাখতে
৮৮টি সিসিটিভি ক্যামেরা বসলো শিলিগুড়ি শহরে। শহরের নিরাপত্তা বাড়াতেই বসলো ওইসব ক্যামেরা। ৪ঠা আগস্ট বৃহস্পতিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ১১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদ্বোধন হলো এইসব সিসিটিভি ক্যামেরার । পুলিশ কমিশনার গৌরব শর্মা এই সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন । মূলত শিলিগুড়ির উত্তর কন্যা, চটহাট মোড়, নৌকা ঘাট সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশের নজরদারি বাড়াতেই এই উদ্যোগ পুলিশের।