![IMG_20220805_103006](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220805_103006-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে জন্মদিন শ্রীঅরবিন্দের।বিপ্লবী দেশপ্রেমিক ও অধ্যাত্মসাধক শ্রীঅরবিন্দের জন্মের সার্ধশতবর্ষ এবছর।এই উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এর বাইরে নেই উত্তরবঙ্গও।শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষকে সামনে রেখে শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের বন্ধুনগরে অরোগাঁও ডিভাইন লাইফ ফাউন্ডেশন বৃহস্পতিবার ৪ঠা আগস্ট বন্ধুনগর দেবেন্দ্র নাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। তার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্রীঅরবিন্দের ভূমিকা। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল, শ্রীঅরবিন্দ, প্রকৃতি ও ভালোবাসা। ডিভাইন লাইফ ফাউন্ডেশন থেকে তাপস কুমার দত্ত জানিয়েছেন, শ্রীঅরবিন্দের জন্মসার্ধশতবর্ষকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবারের রচনা ও অঙ্কন প্রতিযোগিতার পর ৭ই আগস্ট ওই এলাকারই পাথরঘাটা কলোনি এসপি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরপর ১৩ আগস্ট তাদের কর্মসূচি হর ঘর মে তিরঙা।১৪ আগস্ট বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে।
⭕এদিন রাজগঞ্জের বন্ধু নগর দেবেন্দ্র নাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাপস কুমার দত্ত ছাড়াও ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আয়ুব হুসেন, সহকারী প্রধান শিক্ষক মিলন সিংরায়,শিক্ষক প্রনয় দেবনাথ, কল্যানি রায়, ডিভাইন লাইফ ফাউন্ডেশনের তরফে চন্দ্রকান্ত মোহতা, দিলীপ আগরওয়ালা, দীপক কান্দোই, প্রাঞ্জল মোড়,সঞ্জীব আগরওয়ালা, দুধকুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষিকা ফিরোজা সুলতানা শ্রীঅরবিন্দকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা পাঠ করে শোনান। দেশের জন্য বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী তাদের বিরাট অবদান ও আত্মত্যাগ রেখে গিয়েছেন।তারমধ্যে শ্রীঅরবিন্দ অন্যতম। স্বাধীনতা দিবসের এই শুভ সময়ে তাই শ্রীঅরবিন্দকে বেশি করে স্মরন করা জরুরি হয়ে পড়েছে বলে এদিন সেই অনুষ্ঠানে আয়োজকরা জানান।তাঁরা আরও বলেন, আজ মানুষ ঘরে ঘরে অশান্তিতে ভুগছে। এইসময় চাই শান্তি। আর সেজন্য শ্রীঅরবিন্দের যোগ সাধনাকে অন্তর থেকে উপলব্ধি করার সময় এসেছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)