নিজস্ব প্রতিবেদন ঃ নো ইওর ন্যাশনাল ফ্ল্যাগ।এই পত্রিকার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয় পতাকা সম্পর্কে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে ভারত বিকাশ পরিষদ। বিনামূল্যে ওই পত্রিকা বিলি করা হচ্ছে একটাই কারনে তা হলো জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। দার্জিলিং পাব্লিক স্কুল,মডেলা কেয়ার টেকার সেন্টার এন্ড স্কুল, শিলিগুড়ি মডেল সিনিয়র সেকেন্ডারী স্কুল এবং ডি এ ভি স্কুলে ইতিমধ্যে সেই পত্রিকা বিলি করা হয়েছে। আপাতত ইংরেজি ভাষায় এই পত্রিকা প্রকাশিত হলেও ভবিষ্যতে হিন্দি ও বাংলাতেও তা প্রকাশিত হবে। দেশের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বৃদ্ধিতে এই পত্রিকার প্রয়াস সত্যি প্রশংসনীয়।