চ্যাংরাবান্ধা হাই স্কুলের দুই মেধাবী ছাত্রকে স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি রোটারি ক্লাব করলা ভ্যালির পক্ষ থেকে চ্যাংড়াবান্ধা হাই স্কুলের দুই মেধাবী ছাত্রকে এককালীন ৫ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা হল।এদিন জলপাইগুড়ি রোটারি ক্লাব করলা ভ্যালির সদস্যরা এসে চ্যাংড়াবান্ধা হাই স্কুলের দুই মেধাবী ছাত্র ধনঞ্জয় বর্মন ও শুভ বর্মনের হাতে এককালীন ৫ হাজার টাকার স্কলারশিপ তুলে দেন।উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহন কিশোর বর্মন এবং ক্লাবের প্রেসিডেন্ট শিবু ঘোষ,চ্যাংড়াবান্ধা হাই স্কুলের প্রেসিডেন্ট লক্ষ্মীকান্ত সরকার সহ সুরজিৎ বাগচি,উৎপল সরকার,সুজয় রায় ও আরো অনেকে।ক্লাবের পক্ষ থেকে জানান তারা এবারে ২৪ জন মেধাবী ছাত্রের জন্য এককালীন ৫ হাজার টাকা করে স্কলারশিপ প্রদানের উদ্যোগ নেয়।সেই তালিকায় নাম থাকে চ্যাংড়াবান্ধা হাই স্কুলের দুই জন ছাত্রের তাই আজকে তাদের সেই স্কলারশিপ প্রদান করা হল।