রাজশ্রী মৈত্রঃ ভারত আমার ভারতবর্ষ/স্বদেশ আমার স্বপ্ন গো- -১৯২৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণা পত্র গৃহীত হয় এবং ২৬শে জানুয়ারী দিনটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়।
পরবর্তীতে ভারত ১৯৪৭সালে ১৫ই আগস্ট সম্পূর্ণ স্বাধীনতা লাভ করলে এই দিনটিই প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে পালিত হয়ে আসছে ।আর ২৬শে জানুয়ারী দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় ।
আজ কোরোনার থাবায় চারদিকে প্রান ভয়ে তটস্থ মানুষ ।জীবন মৃত্যুর খেলা চলছে বিশ্ব জুড়ে ।মানুষ আজ সব সময় আতঙ্কিত ।স্বাধীনতার ৭৩বছরে যেখানে জীবনের একটি গতি ছিল, সুখে দুঃখে দিন যাপন ছিল, সেখানে জীবনের গতি যেন থেমে যেতে বসেছে ।
আজ শিশুদের স্বাধীন জীবন বদ্ধ ঘরে, স্কুল বন্ধ। খেলা বন্ধ বন্ধুদের সাথে ।ঘর বন্দী জীবনে শৈশব, ছেলেবেলা আজ হারিয়ে যেতে বসেছে ।মানুষ থেকে মানুষ এখন বহুদূরে, এক অজানা মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে ।কেউ জানেনা এর শেষ কোথায়? আজ মানুষের জীবনের চেহারাটাই বদলে গেছে, এখানে নিস্তার নেই কারোর ।ধনী, দরিদ্র বলে নেই কিছু, শুধু একটাই ভয় জীবন মৃত্যুর ।
আগামীদিনে আমাদের ভারতবর্ষের কি পরিণতি হবে কেউ জানিনা।তবু আশা—এই আশার বুক বেঁধে বেঁচে থাকা সকলের/
সবাই দেখব একদিন —/কোরোনাজয়ী হবে এই দেশ/সেই আশাতেই স্বপ্ন দেখি রোজ/থাকবে সবাই বেঁচে, সুখ আবেশে
তাইতো,/ জীবন নেয় জীবনেরই খোঁজ ।