শিল্পী পালিত ঃ খবরের ঘন্টার ওয়েবপোর্টাল নিউজে আত্মকথা বিভাগ নিয়ে বহু মানুষের আগ্রহ বাড়ছে। আমরা চাই খবরের ঘন্টা আরও বেশি বেশি করে ছড়িয়ে পড়ুক। আজ নৃত্য শিল্পী সুমিতা নিয়োগীপালের কথা মেলে ধরা হলো।
—-আমি শমিতা নিয়োগী পাল।এক আত্মসন্মানী দরিদ্র বাবার মেয়ে আমি। ছোটবেলাটা কেটেছে পড়াশুনা ও নাচ গানের মধ্যেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই বিয়ে হয়ে গেলো। আর বিবাহিত জীবনের পরিস্থিতি বোঝাতে কার্পণ্য করল না এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল । নাচ শেখাতে সুরু করছিলাম ১৬ বছর বয়স থেকে। আর বিবাহিত জীবনের ব্যর্থতাকে ঢেকে দিয়ে আমার জীবনকে সার্থক করল আমার নৃত্যের তাল।ভালবাসা পেলাম অনেক মানুষের কাছে। পেলাম অনেক আশীর্বাদ। কলেজ প্রোগ্রাম থেকে মহাজাতিসদন, শিলিগুড়ির নানা জায়গায় প্রোগ্রাম করে কিছুটা হলেও মানুষের মনে জায়গা পেয়েছি। পেয়েছি অনেক ছাত্র ছাত্রী। সেই থেকে এই অবধি কারো দিদি, কারো পিসি আর এখন আন্টি। কেটে গেলো ১৬ থেকে ৫৩ এই ভাবেই। আমার জীবনের সবথেকে বড় পাওয়া আমার ছেলে ও মেয়ে যারা আমাকে নারীত্বের সম্মান দিয়েছে। আর তাদের দিকে তাকিয়েই বোধহয় ভেঙ্গে না পরে এগিয়ে চলেছি।।।।।