নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ ছোট থেকেই গিটার বাজায় তাপস পাল। ওপেন হার্ট সার্জারির পরও গিটারেই মজে আছে তাপস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছে সে। কদিন আগেই অন্ধ্রপ্রদেশে সত্য সাই ইন্সটিটিউটে ওপেন হার্ট সার্জারি হয়েছে তাপসের। নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি মিউজিক চর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।তাপস তাই গিটারেই আছে। তার সঙ্গে আর্থিক সঙ্কট কাটাতে কিছু ছাত্রকে গিটার শিখিয়ে চলেছে তাপস। একটি বেসরকারি স্কুলেও মিউজিক শেখায়। রবিবার ফ্রেন্ডশিপ ডে-তেও গিটার নিয়ে কাটায় তাপস।এদিন তাকে চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করে খবরের ঘন্টার সম্পাদক,সহ সম্পাদিকা শিল্পী পালিত এবং তার স্বামী কাঞ্চন পালিত।
শিলিগুড়ি চম্পাসারির সমর নগরে বাড়ি তাপসের। এর আগে তার চিকিৎসার জন্য সাহায্য করেন সমাজসেবী মদন ভট্টাচার্য । তার পাশাপাশি সমাজসেবী শক্তি পালও সহযোগিতা করেন।বিভিন্ন মানুষের সহযোগিতায় চিকিৎসার জন্য লড়াই করার সাহস পায় তাপস। একটি লোক সঙ্গীত ব্যান্ডের সঙ্গেও আছে তাপস। রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন গানের সুর তাপসের গিটারে তোলা আছে।তাপসকে সহযোগিতা করতে হলে এই নম্বরে যোগাযোগ করুন,৮৬৩৭০০৫৪২৩,৯৫৬৩১৫৭৮৭৭ ।