নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ আনলক ২তে মুখে মাস্ক ছাড়া ব্যক্তিদের বাড়ি থেকে রাস্তায় বের হলে গ্রেপ্তার করা হচ্ছে জলপাইগুড়িতে ।রবিবার সকাল থেকে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ গোটা শহরে অভিযান চালিয়ে প্রায় ৩০জন ব্যক্তিকে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার করেছে। পাশাপাশি কিছু মানুষের মুখে মাস্ক না থাকায় তাদের নতুন মাস্ক দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
জলপাইগুড়ি শহর ও জেলাতে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।পুলিশ প্রশাসন,পুরসভার তরফ থেকে লাগাতার মাইকিং এর মাধ্যমে প্রচার করা হচ্ছে মুখে মাস্ক পড়ার জন্য । এরপরও কিছু মানুষ সরকারি নির্দেশ না মেনে মুখে মাস্ক ছাড়াই শহরের রাস্তা দিয়ে চলাচল করছেন। বাধ্য হয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ সাধারন মানুষকে সচেতন করতে রাস্তায় নেমে গোটা শহর থেকে প্রায় ৩০জনকে গ্রেপ্তার করে। এছাড়াও বেশকিছু ব্যক্তিকে মুখে মাস্ক না থাকার জন্য পুলিশের পক্ষথেকে নতুন মাস্ক দেওয়া হয়। জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, আমরা মানুষকে করোনা নিয়ে সচেতন করার চেষ্টা করছি।