নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার।তারমধ্যেই বাজারগুলোতে ভিড়।সবজিনিসের দামই কমবেশি বেড়েছে। তবুও জামাইদের আদর করার খামতি নেই।
রবিবার সকাল থেকে জামাইদের আদর করতে বহু ঘরেই ব্যস্ততা শুরু হয়েছে । বিগত দু বছর সংক্রমণের ফলে জামাইষষ্ঠীর আয়োজনেও ভাঁটা পড়েছিল । এবার আগের মতো সংক্রমণ পরিস্থিতি না থাকলেও জামাইষষ্ঠীতে অনেকটাই ক্রেতা কম শিলিগুড়ি বিধান মার্কেটের ফল বাজার।ফলে কপালে হাত শিলিগুড়ির ফল ব্যবসায়ীদের। বিধান মার্কেটের ফল বিক্রেতারা জানান, ফলের দাম নাগালের মধ্যে থাকলেও বাজারে ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম রয়েছে। জামাইষষ্ঠীর বাজারে যেরকম উপচে পড়া ভিড় লক্ষ করা যায় সেরকম ক্রেতাদের ভিড় এবার লক্ষ করা যাচ্ছে না। বিধান মার্কেটের মাছ বিক্রেতারা জানান, বিগত বছরের তুলনায় এবার অনেকটাই ভালো বেচা-কেনা হচ্ছে। জামাইষষ্ঠীতে বাঙ্গালীদের প্রিয় মাছ হল ইলিশ মাছ, সেই মাছের দাম বেশি থাকলেও বাজারে তার চাহিদা রয়েছে অনেকটাই। ইলিশ মাছের পাশাপাশি এবারের মাছ বাজারে বিশেষ আকর্ষণ রয়েছে প্রায় ২২কেজি থেকে শুরু করে ৪০কেজির কাতল মাছ। সব মিলিয়ে এবছর অনেকটাই লাভের আশা দেখছেন মাছ বিক্রেতারা।