জলপাইগুড়িতে পরিবেশ বান্ধব শৌচালয়

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি ইয়াং মেন্স এসোসিয়েশন ময়দানে বসলো বায়ো টয়লেট।করলা ভ্যালি রোটারি ক্লাবের পক্ষ থেকে শনিবার জলপাইগুড়ি শহরের অন্যতম প্রাচীন ক্রীড়া ক্ষেত্র জলপাইগুড়ি ইয়ং ম্যান্স এসোসিয়েশনের ময়দানে বসানো হয় ওই টয়লেট।
ক্লাব সম্পাদক তপন বাগচী করলা ভ্যালি রোটারি ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন এজন্য। তিনি বলেন, সারা বছর ধরে এই মাঠে খেলাধুলা হয়। বহু ছেলে মেয়ে এখানে আসে।কিন্তু শৌচালয় না থাকায় তাঁরা অসুবিধার মধ্যে পড়ে। শনিবার ক থেকে সেই সমস্যা মিটিয়ে দিলো রোটারি ক্লাব। এই বায়ো টয়লেট প্রসঙ্গে রোটারি ক্লাব অফ করলা ভ্যালির মেম্বার অর্ণব সাহা জানান, মূলত পরিবেশ রক্ষা করে বেঁচে থাকার প্রয়াস এটি। মল মূত্র থেকেও বহু রোগজীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ে।তাই পরিবেশ সচেতনতার অঙ্গ হিসাবেও এই বায়ো টয়লেট।