নিজস্ব প্রতিবেদন : পরিচয় জানা যাচ্ছে না এই বৃদ্ধার।রাস্তার মধ্যে পড়ে শীতে কাঁপছিলো বৃদ্ধা।
শনিবার রাত তখন নটা।শীতের হাওয়ায় সবাই কাঁপছে। যে যার বাড়িতে লেপ মুড়ি দিয়ে ঘুমোতে পারলে বাঁচে। সেই সময় আশিঘর পুলিশ ফাঁড়ি থেকে ফোন যায় শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তারের কাছে।ফোনটি এমন,” একজন বয়স্ক মহিলা রাস্তার ধারে পড়ে আছে। শীতে ঠকঠক করে কাঁপছেন। ” পুলিশের কাছ থেকে পূজাদেবী জানতে পারেন, পূর্ব চয়নপাড়ার ঘটনা। খবর পাওয়া মাত্র আর দেরি না করে পূজাদেবী পূর্ব চয়নপাড়ায় গিয়ে সেই বৃদ্ধাকে দেখ ভাল শুরু করেন। সেই বৃদ্ধার বয়স আনুমানিক ৭৫ হবে।নাম ঠিকানা কিছুই তিনি মনে করতে পারছেন না।বৃদ্ধার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। অনেকদিন এক বস্ত্র পড়ে থাকায় এবং স্নান না করায় বের হচ্ছিল দুর্গন্ধ । পুলিশের অনুমতি নিয়ে সেই বৃদ্ধাকে পূজাদেবী তাঁর অফিস তথা বাড়িতে নিয়ে উপস্থিত হন । বৃদ্ধার পুরনো বস্ত্র ছাড়িয়ে নতুন বস্ত্র পড়ানো হয় ।উষ্ণ গরম জল দিয়ে তাঁর শরীরের নোংরা সব পরিস্কার করানো হয়। পূজাদেবী বলেন,এখন এই বৃদ্ধার চিকিৎসা করাবো।তার সঙ্গে তাঁর নাম বাড়ির ঠিকানা জানার চেষ্টা করবো।ঠিকানা পেলে বাড়ি পৌঁছে দেবো।কেও এই বৃদ্ধার পরিচয় জানলে যোগাযোগ করবেন ।যোগাযোগ নম্বর :8918354785
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :