কলকাতাতে নৃত্য প্রতিযোগিতায় রাজ্যে প্রথম মাদারিহাটের মেয়ে কঙ্কনা

নিজস্ব প্রতিবেদন : গোটা রাজ্য নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলো উত্তরবঙ্গের মাদারিহাটের মেয়ে কঙ্কনা রায়।প্রথমে
ব্লক থেকে জেলা প্রতিযোগিতায় সাফল্য পায় কঙ্কনা।এরপর জেলা থেকে রাজধানী কলকাতায় পৌঁছেও প্রথম স্থান ছিনিয়ে নিলো এই প্রতিভাময়ী কিশোরী ।কলকাতায় গত ২৯ এবং ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত হয় কলা উৎসব।তাতে ক্লাসিক্যাল নৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাংগালি বাজনা পশ্চিম খয়েরবাড়ি গ্রামের মেয়ে কঙ্কনা রায়।সেই বিভাগে গোটা রাজ্যের মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।সকলকে টপকে গ্রামের মেয়ে কঙ্কনা প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র পেলো ।
বীরপাড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী কঙ্কনা।ওর মা শিখা রায় একজন শিক্ষিকা।আর বাবা চঞ্চল রায় একজন ব্যবসায়ী।ছোট থেকেই নাচ গানের মতো ইতিবাচক সৃজন কাজে বিশেষ আগ্রহ রয়েছে কঙ্কনার।
কঙ্কনা বলে ,রাজ্য স্তরের পর এবার জাতীয় স্তরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।পরীক্ষার পর আবার নাচের তালিম শুরু হবে ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ