হারিয়ে গিয়েছে পোস্ট কার্ড কিন্তু হাজার হাজার পোস্ট কার্ড সংগ্রহে রেখে বার্ধক্যে বেশ রয়েছেন এই সাহিত্যিক

নিজস্ব প্রতিবেদন ঃ একটা সময় পিওন কখন পোস্ট কার্ডের চিঠিটি এসে দিয়ে যাবেন তারজন্য বহু মানুষ অপেক্ষা করতেন। পোস্ট কার্ড,ইনলেন্ড লেটারই ছিলো তখন ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।এখন ডাক যোগাযোগের সেই পোস্ট কার্ড উধাও। এখন আর কাওকে পোস্ট কার্ডে চিঠি লিখতে দেখা যায় না। ফেস বুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম,ই মেইল এখন যোগাযোগের প্রধান মাধ্যম। মুহুর্তের মধ্যে মানুষ মানুষের সঙ্গে এখন যোগাযোগ করছে। কিন্তু কোথাও যদি কারও কাছে পুরনো দিনের গাদা গাদা পোস্ট কার্ডের চিঠি দেখতে পান তবে মনটা ফিরে যায় অতীতের দেশে। শিলিগুড়ি আশ্রমপাড়া নিবাসী বিপদ ভঞ্জন সরকারের বাড়িতে শনিবার এমনই হাজার হাজার পোস্ট কার্ডে লেখা চিঠি দেখা গেলো।পুরনো দিনের বহু নামীদামী কবি সাহিত্যিকের চিঠিও রয়েছে সেই সব চিঠির মধ্যে। উত্তরবঙ্গ নাট্য জগৎ পত্রিকার সম্পাদক বিপদবাবু। এখন তাঁর বয়স ৭৮ বছর। এই বয়সে এসেও তিনি এখনও পত্রিকা প্রকাশ করে চলেছেন। ছোট থেকেই তাঁর লেখালেখির নেশা শুরু হয় । শিলিগুড়িতে একসময় তিনি প্রতি বছর পালা করে দেশ বিদেশের নামী কবি সাহিত্যিক সহ গুনী মানুষদের সংবর্ধনা দিয়েছেন। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তথা সাহিত্যিক নজরুল ইসলাম থেকে অবসরপ্রাপ্ত সিবিআই অফিসার তথা কবি উপেন বিশ্বাসকেও শিলিগুড়ি এনে তিনি সংবর্ধনা দিয়েছেন। নিজের বাড়িতে একটি গ্রন্থাগারও তিনি খুলেছেন। জলঙ্গির পদ্মা, দাম্পত্য বিশ পঞ্চাশ তাঁর লেখা উল্লেখযোগ্য বই।