ভক্তিনগর থানায় পুলিশের রক্তদান

নিজস্ব প্রতিবেদন ঃ রক্ত সংকট মেটাতে উদ্যোগী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এক অভিনব মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রক্তদান শিবিরের জন্য, যার নাম দেওয়া হয়েছে “উৎসর্গ”। বিগত কয়েকদিন আগেই শিলিগুড়ি থানায় রক্তদান শিবিরের আয়োজন করে এই উদ্যোগের সূচনা করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। পুলিশ কমিশনার জানিয়েছিলেন এই উদ্যোগে পুলিশের সমস্ত পদের আধিকারিকেরা অংশগ্রহণ করে স্বেচ্ছায় রক্তদান করবে এবং প্রত্যেক সপ্তাহের শনিবার করে বিভিন্ন জায়গায় এই শিবিরের আয়োজন করা হবে। সেই মতোই শনিবার ভক্তিনগর থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে পুলিশের বিভিন্ন পদের আধিকারিকেরা রক্তদান করেন এবং সেখানেও উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।