“পুজো মানে সম্প্রীতির বন্ধন আরও জোরদার করার উৎসব “

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলো চম্পাসারি।ওয়ার্ডটি ৪৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে।সেই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন জানিয়েছেন, তাদের কাছে পুজো মানে সকলের উৎসব। পুজো মানে এক সম্প্রীতির উৎসব, পুজো মানে মানুষে মানুষে এক মেলবন্ধনের উৎসব। চম্পাসারি এলাকায় আদিবাসী, রাজবংশী,নেপালি,বিহারি,বাঙালি সকলেই মিলেমিশে বসবাস করেন।বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই সুরকে বজায় রেখে তাঁরা সারা বছর ধরে কাজ করেন।পুজো উৎসবের মধ্যে সেই সম্প্রীতির বন্ধন যাতে আরও জোরদার হয় সেই দিকে নজর দিয়েই তাদের শারদীয়া উৎসব।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-