মদ্যপানের কোনো সুফল নেই, কিভাবে ছেলেমেয়েরা বেরিয়ে আসবে নেশার কুপ্রভাব থেকে

নিজস্ব প্রতিবেদন ঃ অনেক মদ্যপায়ী মদ্যপানের পক্ষে যুক্তি দিয়ে থাকেন,”মাঝেমধ্যে একটু আধটু মদ্যপান করা ভালো। ডাক্তাররাও নাকি একটু আধটু মদ্যপানের কথা বলেন।” কিন্তু শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল পরিস্কার জানিয়ে দিলেন,মদ্যপানের কোনো সুফলই নেই। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় প্রমানিত হয়েছে, মদ্যপানের কোনো সুফল নেই। বরঞ্চ মদ্যপান ক্ষতিই করে।মদ্যপান লিভার এবং হার্টের ক্ষতি করে। মদ্যপান শরীরের আরও বিভিন্ন অঙ্গের ক্ষতি করে। কাজেই মদ্যপান থেকে শুরু করে ধূমপান, তামাক জাতীয় দ্রব্য সবই শরীরের ক্ষতি করে। ধূমপান হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় ধূমপান যক্ষ্মা এবং ক্যান্সারের জন্ম দেয়।আসন্ন শারদোৎসবের মুহুর্তে এই নেশা সম্পর্কে সকলকে সচেতন করলেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। উৎসবের দিনগুলোয় আনন্দে মেতে উঠতে গিয়ে শিশু কিশোরেরা অনেক সময় নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।আর সেই সময় বহু শিশু কিশোর উৎসবের দিনগুলোয় মদ্যপান,ধূমপানের নেশায় বেশি বেশি করে মেতে ওঠে।এ সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন ডাঃ শীর্ষেন্দু পাল।কিভাবে এই নেশার কুপ্রভাব থেকে ছেলেমেয়েরা বেরিয়ে আসবে তারও পরামর্শ দিয়েছেন ডাঃ পাল।পুজো উৎসবের দিনগুলোয় আপনার ভোজন,আপনার ঘুম কেমন হবে তারও কিছু পরামর্শ এই ভিডিওতে দিয়েছেন ডাঃ শীর্ষেন্দু পাল।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—