বিজ্ঞান কর্মশালা জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব ও কলকাতার বিজ্ঞান দরবার সংস্থার যৌথ উদ্যোগে সীমিত সংখ্যক ছাত্র ছাত্রী ও বিজ্ঞান কর্মীদের নিয়ে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির নটিলাস হাউসে।
দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ, ছাত্র ছাত্রীরা যুক্তিবাদ ও বিজ্ঞান শিক্ষা থেকে আরও পিছিয়ে পড়ছে।তারা মানসিক অবসাদ যাতে না ভোগে তাই হাতে কলমে বিজ্ঞান শিক্ষার সম্ভার নিয়ে তাদের কাছে উপস্থাপন করা হয়।
এছাড়া হিমালয় এর উপর কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের উপযোগী ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা উন্মোচন করা হয় এদিন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডঃ বিমলেন্দু মজুমদার, সভাপতি তুলসী ধর,ডাঃ গৌতম ঘোষ প্রমুখ।
অপর দিকে বিজ্ঞান দরবার , কলকাতার পক্ষে বক্তব্য রাখেন বিজ্ঞানী জয়দেব দে, সুবিমল দাস প্রমুখ।
এই অনুষ্ঠানে ময়না গুড়ি, ভোটপট্টি, জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলের ছাত্র ছাত্রী ও বিজ্ঞান কর্মীরা প্রশিক্ষণ নেন।