![kmc_20230904_001551](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2023/09/kmc_20230904_001551-678x381.png)
নিজস্ব প্রতিবেদন ঃ গত বছর ২৭ সেপ্টেম্বর শিবমন্দিরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিলিগুড়ি হায়দরপাড়ার তরুন রাজ সাহার।মাত্র ৩৫ বছর বয়সে রাজ সকলকে ছেড়ে চলে যান।পয়লা সেপ্টেম্বর ছিলো রাজের জন্মদিন। সেই বিশেষ দিন স্মরনে রবিবার তিন সেপ্টেম্বর রোটারি শিলিগুড়ির সহযোগিতায় শিলিগুড়ি হায়দরপাড়ায় রক্ত দান শিবিরের আয়োজন করে সাহা পরিবার। স্থানীয় অনেক মহিলা সেখানে স্বেচ্ছায় রক্ত দান করেন। হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি এই রক্তদানের জন্য সহযোগিতা করেন।রক্তদানের সঙ্গে সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। প্রয়াত রাজের জামাইবাবু অসিত কুন্ডু এদিন সেখানে সকলকে পথ দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতন করেন। বিশেষ করে গাড়ি চালক এবং খালাসিদের এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন অসিতবাবু।সমাজসেবী চিরঞ্জীব চ্যাটার্জী সেই স্বাস্থ্য পরীক্ষা শিবির সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দেন। বেটার টুমোরো ফাউন্ডেশনের থেকে চিরঞ্জীব চ্যাটার্জী এবং রুনা চ্যাটার্জী জানান,শিবিরে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ বিশ্বরুপ গুহনিয়োগী,ডাঃ সাধন পাল প্রমুখ। সেখানে বিনামূল্যে ওষুধও বিলি করা হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)