![IMG_20220904_100743](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/09/IMG_20220904_100743-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত ইউকে বেঙ্গলি কনভেনশনে কবি টি এম আহমেদ কায়সার এ বছর সেরা বাঙালি সম্মাননায় ভূষিত হয়েছেন।
ম্যানচেস্টারের স্টলার হলে দুই দিনব্যাপী অনুষ্ঠিত বাংলা সঙ্গীত, কবিতা, নৃত্য ও নাটকের ওই মনোজ্ঞ আয়োজনের দ্বিতীয় দিনে গত রবিবার (২৮শে আগস্ট) কায়সার এই বিশেষ সম্মাননায় ভূষিত হন। বিলাতে পশ্চিমবঙ্গের বাঙালিদের নেতৃত্বে আয়োজিত এই বিপুল বাঙালী সমাবেশে কলকাতা থেকে যোগ দেন বর্তমান সময়ে বাংলা গানের অন্যতম প্রধান কন্ঠশিল্পী জয়তি চক্রবর্তী, চন্দ্রবিন্দু ব্যান্ডের অনিন্দ্য চ্যাটার্জি, শিল্পী ইমন চক্রবর্তী ও লোকশিল্পী পৌষালী সেনগুপ্ত।গত ২৭ আগস্ট ম্যানচেস্টারের স্ট্রলার হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূত্রপাত হয়।২৭টি বাঙালি প্রধান সংস্থা এই অনুষ্ঠানে যোগ দেয়।স্ট্রলার হল ছাড়াও ক্যারল ন্যাশ সহ পাঁচটি বিভিন্ন স্থানে অনুষ্ঠান হয়। যুক্তরাজ্যের এই বেঙ্গলি কনভেনশন চিত্র প্রদর্শনী ছাড়াও বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক ফুটে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার ম্যানচেস্টারের উচ্চ শেরিফ শ্রীমতি লরেন ক্রিস্টিন রসলি, ম্যানচেস্টারের ডিন রেভারেন্ড রজার্স মর্গান গোভেন্ডার, ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লুথফার রহমান প্রমুখ।তিনটি বিভাগে স্থানীয় তিনজন বাঙালিকে সেখানে সন্মানিত করা হয়
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)