গণেশ পুজোয় দুঃস্থ ছেলেমেয়েদের উপহার

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার শিলিগুড়ি কলেজপাড়া গণেশ পুজো কমিটির পক্ষ থেকে হাতিয়াডাঙার
১২৫জন দুঃস্থ ছেলেমেয়েকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
প্রত্যেক ছেলেমেয়েকে কিছু উপহারও তুলে দেওয়া হয়েছে। কলেজপাড়া গণেশ পুজো কমিটির মুখ্য উপদেষ্টা মদন ভট্টাচার্য জানিয়েছেন, সামনে যে শারদীয়া দুর্গোৎসব রয়েছে সেই সময় ওইসব ছেলেমেয়েকে নতুন জামাকাপড় তুলে দেওয়া হবে।