করোনার প্রভাবে তেমন উদ্দীপনা নেই শিক্ষক দিবসে

নিজস্ব প্রতিবেদনঃ করোনার প্রভাব। আর সেই কারনে শিক্ষক দিবসেও পড়ল ভাটা। জলপাইগুড়ি শহরের বাজারে বিক্রি তেমন নেই রকমারি উপহার সামগ্রী। ৫ই সেপ্টেম্বর অথাৎ শিক্ষক দিবস উদযাপন নিয়ে উৎসাহ রয়েছে গোটা দেশে। এই দিনটিতেই ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্ম দিন উদযাপিত হয়। প্রতি বছর এই সময়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন উপহার সামগ্রীর দোকান থাকে ভিড়ে ঠাসা। কিন্তু এই বছর করোনা মহামারীর জন্য বিভিন্ন বিদ্যালয়গুলো বন্ধ। ফলে শিক্ষকদের সাথে সেই সমস্ত ছাত্র- ছাত্রীদের তেমন ভাবে সরাসরি যোগাযোগ হচ্ছে না।শুধু অন লাইনে পড়াশোনা হচ্ছে। তার মধ্যে সামাজিক দূরত্ব ও মাস্ক স‍্যানেটাইস মেনে ভিড়ও করা বারণ। ফলে ছাত্র ছাত্রীরা এবারও তাদের শিক্ষক দিবস পালন করতে পারছে না। তবুও কিছু ছাত্র ছাত্রীকে তাদের শিক্ষকদের উপহার দিতে উপহার সামগ্রীর দোকানে শিক্ষকদের পছন্দের জিনিস কিনতে দেখা যায়।যদিও সেই সমস্ত ছাত্র ছাত্রী দের সংখ্যা টাও অনেক টাই কম।তাই এই বার বিক্রি তেমন ভাবে হয়নি।