নিজস্ব প্রতিবেদন ঃ আজাদী কা অমৃত মহোৎসব অর্থাৎ স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশজুড়ে ডাক বিভাগের মাধ্যমে জাতীয় পতাকা বন্টন শুরু করেছে ডাক বিভাগ। পঁচিশ টাকার মাধ্যমে পাওয়া যাচ্ছে একেকটি পতাকা। উত্তরবঙ্গের জেলাগুলোতে যে পাঁচ হাজার পতাকা এসেছিল, সব শেষ হয়ে গিয়েছে। বুধবার ৩রা আগস্ট আরও চব্বিশ হাজার পতাকা উত্তরবঙ্গে এসেছে বলে উত্তরবঙ্গের সহকারী পোস্ট মাস্টার জেনারেল এ কে ঘোষ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অনেক মানুষ অনলাইনেও পতাকা বুক করছেন। হর ঘর মে পতাকা এই কর্মসূচিকে সামনে রেখে অনলাইনে বা ডাকঘরে গিয়ে পতাকা সংগ্রহ করতে পারছেন সাধারণ নাগরিকরা।এই পতাকার আকার ২০ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি। শিলিগুড়ি মুখ্য ডাকঘরে গিয়ে বুধবার অনেক মানুষ জাতীয় পতাকার খোঁজ করেন।দুশোরও বেশি পতাকা শিলিগুড়ির ডাকঘরগুলো থেকে একদিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে।