শিলিগুড়িতে মাত্র দুটাকায় এম্বুলেন্স পরিষেবা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে মাত্র দুটাকায় এম্বুলেন্স পরিষেবা শুরু করছে ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির রাকেশ দত্ত এই দু’টাকার এম্বুলেন্স পরিষেবা শুরু করার আগে বাইক এম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমূল হকের আর্শীবাদ নিতে যান।সম্প্রতি শিলিগুড়ি হায়দরপাড়ায় প্রথমে করোনায় আক্রান্ত হন অনির্বাণ পাল।পরে তিনি করোনা থেকে সুস্থ হলেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তারই স্মৃতিতে তাঁর পরিবার শিলিগুড়ি ইউনিক ওয়েলফেয়ার সোসাইটিকে এম্বুলেন্স দান করেছে। সেই এম্বুলেন্স দিয়ে মাত্র দুটাকায় এম্বুলেন্স পরিষেবা শুরু করার আগে বুধবার বাইক এম্বুলেন্স দাদা করিমূল হকের আর্শীবাদ নিতে যান ইউনিকের তরফে রাকেশ দত্ত। সমাজসেবার কাজে পদ্মশ্রীকে গুরুদেব হিসাবে মেনে চলেন তাঁরা। এদিন পদ্মশ্রীর আর্শীবাদ পেয়ে তাঁরা বেশ খুশি।