প্রয়াত স্ত্রীকে স্মরনে রাখতে একবছর ধরে আধ্যাত্মিক ও সামাজিক কর্মসূচি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদনঃ জীবনে তাঁর সাফল্যের পিছনে তাঁর স্ত্রীর অবদান অনেক।তাই স্ত্রীর অবদানকে স্মরন করে কৃতজ্ঞতা স্বরূপ বিভিন্ন আধ্যাত্মিক,মানবিক ও সামাজিক কাজ শুরু করেছেন শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতি হাই স্কুলের প্রতিষ্ঠাতা তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া। গত ২২ জুলাই বেশ কিছু দিন রোগভোগের পর মৃত্যু হয় তাঁর স্ত্রী শীলা বড়ুয়ার। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দেবপ্রিয়বাবু জানিয়েছেন, ১৯৭০ সালে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর থেকে তাঁর শিক্ষকতার কর্মজীবনে স্ত্রীর অবদান ছিল বিরাট।সেই কারনে তিনি স্ত্রীকে স্মরন করে আগামী এক বছর ধরে আধ্যাত্মিক, মানবিক ও সামাজিক কর্মসূচি চালিয়ে যাবেন।এই কর্মসূচির অঙ্গ হিসাবে গত ২৮ জুলাই শিলিগুড়ি হায়দরপাড়ার প্রীতিলতা সরনিতে ধর্ম সভা, অষ্ট পরিস্কার, সংঘ দান, জ্ঞাতি ভোজন, স্মৃতিচারন এবং পুন্য দান অনুষ্ঠান হয়েছে। দিল্লি, মুম্বাই, বুদ্ধ গয়া সহ উত্তর বঙ্গের বিভিন্ন প্রান্তের বৌদ্ধ সন্ন্যাসীরা সেই অনুষ্ঠানে উপস্থিত হন।প্রয়াত শীলা বড়ুয়ার আত্মার সদগতি কামনা করে সেখানে প্রার্থনা হয় এবং বহু গরিব মানুষের সেবা করা হয়। সকলকে বস্ত্র বিতরণের পাশাপাশি পেট পুরে খাওয়ানো হয়।দেবপ্রিয়বাবু জানিয়েছেন, তাদের নিয়ম অনুযায়ী তাঁর স্ত্রী স্মরনে এখন প্রথমে সাপ্তাহিক অনুষ্ঠান, তারপর প্রতি মাসে একটি অনুষ্ঠান এবং শেষে বাৎসরিক অনুষ্ঠান হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবারও স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে অনুষ্ঠান হবে। প্রতি অনুষ্ঠানেই আধ্যাত্মিক আলোচনা, প্রার্থনা এবং ভগবান গৌতম বুদ্ধকেও স্মরন করা হবে। তাছাড়া বিভিন্ন গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও পেট পুরে খাওয়ানোর অনুষ্ঠান চলবে।